ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে বর্ষবরণে মানবিক বাংলার প্রত্যয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
মৌলভীবাজারে বর্ষবরণে মানবিক বাংলার প্রত্যয়  মঙ্গল শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: অমঙ্গলের বিরুদ্ধে মানবিক বাংলার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রোববার (১৪ এপ্রিল) মৌলভীবাজারে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ- ১৪২৬। 

জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

অশুভ শক্তির বিরুদ্ধে মানবতার ডাক নিয়ে সব শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক (এসপি) মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।  

এছাড়া বর্ষবরণে জেলা শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাঙলার উৎসব উদযাপন পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, অরণি সাংস্কৃতিক গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।