তীব্র গরমে মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর মধ্যে বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি, হাত পাখা এবং মাথায় বাঁধার (পহেলা বৈশাখ) স্টিকার। এছাড়া খোলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবা বুথ।
বর্ষবরণ উপলক্ষ্যে টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনাপার্ক এলাকায় আগত ব্যক্তিদের উদ্দেশে একটু পরপর মাইকের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাছে পুলিশ ।
রোববার (১৪ এপ্রিল) রাজধানীর টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনাপার্ক এলাকায় সরেজমিনে দেখা যায়, সোরাওয়ার্দী উদ্যানে লাইন ধরে নারী-পুরুষ আলাদা গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন। কোনো ধাতব পদার্থ, ছোরা বা আগ্নেয়াস্ত্র নিয়ে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে আর্চওয়ে ব্যবহার করতে হচ্ছে। পরে পুলিশ সদস্যেদের তল্লাশি শেষে প্রত্যেক দর্শনার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে এক বোতল পানি, একটি হাত পাখা ও মাথায় দেওয়ার জন্য স্টিকার।
এছাড়া মাইকের মাধ্যমে একটু পরপর সচেতনতামূলক প্রচার-প্রচারণা করা হচ্ছে। বলা হচ্ছে- ‘কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলেই নিকটস্থ পুলিশ বুথে জানান’। কেউ অসুস্থ হয়ে পড়লে পুলিশ বুথে চলে আসুন, সেবা নিন’। বুথের পাশে খোলা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
এমনকি দর্শনার্থীদের উদ্দেশে আরও বলা হচ্ছে সন্ধ্যা ৬টার মধ্যে আপনারা রমনাপার্ক, সোহরাওয়ার্দী উদ্যান ত্যাগ করুন। কোথাও পান্তা-ইলিশ খাওয়ার আগে অবশ্যই মূল্য তালিকা দেখে নেবেন। এছাড়া তা স্বাস্থ্যকর কিনা না ভালোভাবে জেনে নিন। এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। আবার কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো ব্যক্তি হারিয়ে গেলে প্রচার করা হচ্ছে মাইকের মাধ্যমে।
মাসুদ হাসান নামে এক দর্শনার্থী বাংলানিউজকে বলেন, বর্ষবরণ উপলক্ষ্যে পুলিশের এমন উদ্যোগ ও প্রচারণা প্রশংসার। তীব্র গরমের মধ্যে তাদের হাত পাখা ও পানি বিতরণ স্বস্তি দিচ্ছে নগরবাসীকে।
আফিফা জুলি নামে দর্শনার্থী জানান, প্রতিবারই বছরের এ দিনে পুলিশের পক্ষে নানা উদ্যোগ নেওয়া হয়। তবে এবারের উদ্যোগ একটু ব্যতিক্রম মনে হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, প্রচারণা, খাবার পানি বিতরণ।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে দায়িত্ব পালন করা ডিএমপির পরিদর্শক শেখ বাহাদুর বাংলানিউজকে বলেন, প্রতিবছর বর্ষবরণে ডিএমপির নানা উদ্যোগ থাকে। এবারও আছে। আমাদের এখানে যারা রক্ত দান করছেন তারা গ্রাম থেকে আসা বা নতুন কেউ। আমরা সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করছি। সংগৃহীত এসব রক্ত দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
ইএআর/আরআইএস/