ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বর্ণিল আয়োজনে চুয়াডাঙ্গায় বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
বর্ণিল আয়োজনে চুয়াডাঙ্গায় বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায়  নতুন বর্ষবরণ উদযাপন করা হচ্ছে।

রোববার (১৪ এপ্রিল) সকালে জেলার চাঁদমারী মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

 

এতে অংশ নেয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর সরকারি কলেজ মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়।  

এছাড়া বিকেলে শহরের চাঁদমারী মাঠে সাতদিনের পৌর বৈশাখী মেলার উদ্বোধন করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।