শনিবার (২৭ এপ্রিল) সকালে নগরীর পশ্চিম বুধপাড়া এলাকায় নিজ বাড়ির শয়ন কক্ষে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহফুজুর রাজশাহীর একটি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষে ছাত্র ছিলেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, অয়ন মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দিনগত রাতে কোনো এক সময় নিজ শয়ন কাক্ষে সিলিংয়ের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন মাহফুজুর। পরে শনিবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়না-তদন্ত জন্য মরদেহ রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়না-তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৯
জিপি