ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান, গুলিবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
বসিলায় জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান, গুলিবিনিময়

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে ধারণা করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। জঙ্গি আস্তানার ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে বসিলার মেট্রো হাউজিংয়ের একটি টিনসেড বাড়ি জঙ্গি আস্তানার সন্দেহে ঘিরে ফেলে র‍্যাব।

এর কিছুক্ষণ পর ওই বাড়িটির ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে বাংলানিউজকে নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

 

এ মুহূর্তে আর বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও, ওই এলাকার বিভিন্ন বাড়িতে র‍্যাব তল্লাশি চালাচ্ছে বলে জানা যায়। এছাড়াও সন্দেহে থাকা বাড়িটিকে কেন্দ্র করে অভিযান অব্যাহত আছে বলে নিশ্চিত করেন র‍্যাবের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
পিএম/এসএইচএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।