ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর সাবেক সংসদ সদস্য তালেব আলী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ৭, ২০১৯
ফেনীর সাবেক সংসদ সদস্য তালেব আলী আর নেই এবিএম তালেব আলী

ফেনী: ফেনী-৩ আসনের (সোনাগাজী) সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী (৯২) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (৭ মে) সকালে ফেনী শহরের নাজির রোডের নিজ বাসভবনে ইন্তেকাল তিনি করেন।  

দুপুর ২টায় ফেনীর মিজান ময়দানে প্রথম জানাজা, বিকেল ৪টায় সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা ও সাড়ে ৫টায় উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এবিএম তালেব আলী ১৯৭০ সালের নির্বাচনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) , ৭৩ ও ৭৯ সালে পরপর দুইবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। তালেব আলী সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, ফেনী মহকুমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।  

তার মৃত্যুতে ফেনী জেলা আওয়ামী লীগ, জেলা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীয় শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।