রোববার (১২ মে) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে মহানগরের লক্ষ্মীপুরের ইসলামী মেডিকেল কলেজ হাসপাতাল ও বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের নিচে থাকা রয়েল ফার্মেসি, জামান ফার্মেসি, আল নূর ফার্মেসি এবং ওল্ড রাজশাহী ফার্মেসিসহ ১০টি ফার্মেসিকে বিভিন্ন অপরাধে আট লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, ভোক্তাদের নিরাপত্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় ফার্মেসিগুলো থেকে অনুমোদনহীন ও নিষিদ্ধ ফুড সাপ্লিমেন্ট, নির্দিষ্ট তাপমাত্রার বাইরে রাখা ইনজেকশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ১২, ২০১৯
এসএস/আরবি/