ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীর দুর্গাপুরে দুই রোহিঙ্গা নারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৯
রাজশাহীর দুর্গাপুরে দুই রোহিঙ্গা নারী আটক পুলিশের হাতে আটক দুই নারী, ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ মে) দিনগত রাতে উপজেলার কিশমত গণকৈড় ইউনিয়নের আলীপুর গ্রামের প্রবাসী হেলাল চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজার বালুঘড়ি এলাকার আরমানের স্ত্রী পারভীন ইয়াসমিন (২২) ও সলিমুদ্দিনের স্ত্রী ফাতেমা ওরফে রুমানা ইসলাম (২৩)।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব হোসেন বাংলানিউজকে জানান, আলীপুর গ্রামের আলী হোসেন চৌধুরীর ছেলে হেলাল চৌধুরীর বাড়িতে প্রায় এক মাস ধরে ওই রোহিঙ্গা নারীরা বসবাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে হেলালের বাড়িতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, বর্তমানে আটক নারীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত যাবে তারা কিভাবে ওই বাড়িতে আসলো।

এর পর আইনি ব্যবস্থা নিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ২৬, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।