ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদে র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা থাকবে রাজশাহীতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মে ২৭, ২০১৯
ঈদে র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা থাকবে রাজশাহীতে

রাজশাহী: আসন্ন ঈদুল ফিতর উদযাপনকে কেন্দ্র করে রাজশাহীতে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়েছে। এর পাশাপাশি ঈদকে ঘিরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন এবং নিরাপদ করতে সবধরনের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

সোমবার (১৭ মে) দুপুরে রাজশাহী বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে ঈদকালীন মহড়া পরিচালনা করে র‌্যাব-৫ এর সদস্যরা।  

পরে রেলওয়ে স্টেশনে টিকিটিং কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ এ কথা জানান।

তিনি বলেন, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা সম্পর্কে সতর্ক রয়েছে র‌্যাব-৫।  

এছাড়া আগামী ২৯ মে থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আগাম ফিরতি টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। তাই টিকিট কালোবাজারি রোধেও র‌্যাব সদস্যরা সজাগ রয়েছেন। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেবেন বলেও জানান।

এর আগে তিনি রাজশাহী রেলওয়ে স্টেশনে সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন। নিরাপত্তাজনিত সমস্যা বা কোনোভাবে প্রতারণার শিকার হলে র‌্যাবকে জানাতে অনুরোধ করেন তিনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৯ মে। টিকিট বিক্রি চলবে ২ জুন পর্যন্ত। এর মধ্যে আগামী ২৯ মে ৭ জুনের, ৩০ মে ৮ জুনের, ৩১ মে ৯ জুনের, ১ জুন ১০ জুনের ও ২ জুন ১১ জুনের আগাম ফিরতি টিকিট বিক্রি হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ২৭, ২০১৯
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।