ঢাকা, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১, ০৬ এপ্রিল ২০২৫, ০৭ শাওয়াল ১৪৪৬

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

কয়রায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টায় শিক্ষক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, মে ২৮, ২০১৯
কয়রায় শিক্ষার্থী ধর্ষণচেষ্টায় শিক্ষক আটক

খুলনা: খুলনার কয়রা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোগলা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাস্কর মণ্ডলকে (৫০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া সরদার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ভাস্কর ওই এলাকার গাজীনগর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী তার নানা বাড়িতে বেড়াতে এলে শিক্ষক ভাস্কর তাকে ফুসলিয়ে বামিয়া সরদার পাড়ার পার্শ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে এবং শিক্ষককে হাতে-নাতে আটক করে পুলিশকে খবর দেয়।  

পরে কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র কুণ্ডু ঘটনাস্থলে এসে ভিকমিককে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বাংলানিউজকে বলেন, অভিযুক্তকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মে ২৮, ২০১৯ 
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।