ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে প্রতিবন্ধী তরুণকে বেঁধে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, জুন ৭, ২০১৯
কিশোরগঞ্জে প্রতিবন্ধী তরুণকে বেঁধে নির্যাতন ছবি: অন্তর্জাল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ‘চোর’ আখ্যা দিয়ে মোশারফ (১৯) নামে এক মানসিক প্রতিবন্ধী তরুণকে বেঁধে নির্যাতন করা হয়েছে। এছাড়া নির্যাতনের দৃশ্যটি মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করা হলে ভিডিওটিও ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিও’র সূত্র ধরেই বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নির্যাতনকারী সাজ্জাদ হাসান হিটলারকে (৩০) আটক করেছেন। আটক সাজ্জাদ হাসান হিটলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার (০৬ জুন) সকালে তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।  

ভিডিওটিতে দেখা যায়, মোশারফ নামে ওই মানসিক প্রতিবন্ধী তরুণের রশি দিয়ে বাঁধা দুই পা এক ব্যক্তি ধরে রেখেছেন। অভিযুক্ত সাজ্জাদ হাসান হিটলার মোশারফকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। এ সময় চারপাশে লোকজন দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিলো। বেধড়ক মারপিটের সময় মোশারফ আর্ত-চিৎকার করে তার বাবা-মাকে ডাকছিলো।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাম শামুকজানি গ্রামের কেন্তু মিয়ার ছেলে মোশারফ। পাশের গ্রাম দড়িজাহাঙ্গীরপুরের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা মোখলেসুর রহমান খান শাহানের বাড়ির ছাদের ওপর ওঠে মোশারফ নারকেল গাছে ওঠার চেষ্টা করছিল। এতে বাউন্ডারি ক্ষতিগ্রস্ত হয়। এসময় বাড়ির লোকজন মিলে তাকে আটক করে। এরপর বাড়ির মালিক মোখলেসুর রহমান খান শাহানের নির্দেশে বাড়ির পাশের গুলবাগ জামে মসজিদের সামনে খোলা মাঠে চোর আখ্যা দিয়ে ছেলেটিকে বেঁধে নির্দয়ভাবে পেটানো হয়। পরে উপস্থিত একজন ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে বিষয়টি তার নজরে আসার পর পরই অভিযুক্ত সাজ্জাদ হাসান হিটলারকে আটক করে তারা থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় নির্যাতনের শিকার মোশারফের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘন্টা, ০৭ জুন, ২০১৯
এমএএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।