এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতয়ালি মডেল থানায় শনিবার (০৮ জুন) অভিযুক্ত মাসুমসহ তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
স্কুলছাত্রীর বাবার অভিযোগ, গত ২ জুন সকাল ৯টার দিকে তার মেয়ে নানির বাসা থেকে নিজ বাসায় ফিরছিল।
নিজেদের বাড়িতে নিয়ে তার মা ও বোনের সহযোগিতায় ওই কিশোরীকে ঘরে আটকে রাখে। এ সময় হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায় মাসুম। এক পর্যায়ে তাকে মারধরও করে সে।
স্কুলছাত্রীর বাবা বলেন, ‘মেয়ে বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। বিষয়টি টের পেয়ে তারা আমার মেয়েকে ছেড়ে দেয়। পরে মেয়ে বাড়ি গিয়ে বিষয়টি আমাদের জানায়। ’
এদিকে মামলা দায়েরের পর অভিযুক্ত মাসুমের খোঁজে তার বাড়ি যায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মাসুম ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী মেয়ের বাবা একটি মামলা করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৯
এমএস/এমএ