ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থি: শ্রমজীবী সমিতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
ব্যাটারি রিকশা উচ্ছেদ অভ্যুত্থানের চেতনার পরিপন্থি: শ্রমজীবী সমিতি বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া | ফাইল ছবি

ঢাকা: ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি বলে অভিযোগ করেছে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি। লাখো মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুইয়া ও সাধারণ সম্পাদক আবু বকর রিপন এক যৌথ বিবৃতিতে ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদের নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে কয়েক লাখ বেকার মানুষ কর্মসংস্থান হিসেবে ব্যাটারি রিকশা চালান। লাখ লাখ বেকার মানুষের কর্মসংস্থানের বিকল্প উপায় বের না করে হাইকোর্ট যে রায় দিয়েছেন, তা বিবেচনা প্রসূত নয়। এই ঘটনায় প্যাডেল চালিত রিকশাচালকদের অটোরিকশাচালকদের মুখোমুখী অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যা রাষ্ট্রের জন্য মঙ্গলজনক নয়।

বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির নেতৃবৃন্দ আরও বলেন, বিকল্প ব্যবস্থা না করে কারও কর্মসংস্থান কেড়ে নিয়ে রাষ্ট্র জনগণের প্রতি দায় এড়াতে চাচ্ছে, যা লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।