তবে বাড়ি যাওয়ার সময় মানুষের যে ভোগান্তি ছিলো, নগরে ফেরার সময় সেই ভোগান্তি অনেকটাই কম- এমনটাই বলছেন নগরে ফেরা মানুষেরা।
ঈদুল ফিতরের ছুটির পর রোববার প্রথম কর্মদিবস।
রোববার সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও, মগবাজার, শান্তিনগর, বাড্ডা ও কাওরান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কগুলো অনেকটাই ফাঁকা। যানবাহনগুলোর গতিও বেশি। প্রায় ৬০-৮০ কিলোমিটার বেগে চলছে যানবাহনগুলো। ফলে আজ যারা কর্মক্ষেত্রে গিয়েছেন, তারা অনেকটা নির্বিঘ্নেই যেতে পেরেছেন।
রেলস্টেশন ও বাস টার্মিনালগুলো ঘুরে দেখা গেছে, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় যানবাহনে যে চাপ ছিলো, নগরে ফেরার বেলায় সেই চাপ নেই। কারণ যে যার সুবিধামতো ফিরছে।
রংপুরে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে সড়ক পথে ঢাকায় ফিরেছেন ফারহানা হক। তিনি বাংলানিউজকে বলেন, সড়কপথে যাতায়াত অনেক কষ্টের। তবুও শেকড়ের টানে ফিরে যাই। যাওয়ার সময় দীর্ঘ যানজট ছিলো মহাসড়কে। তবে আসার বেলায় ভোগান্তি অনেকটাই কম।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মাশকুরা বেগম ট্রেনে করে খুলনা থেকে ঢাকায় ফিরেছেন। তিনি বাংলানিউজকে বলেন, ট্রেন কিছুটা দেরিতে ছাড়ায় বিরক্ত লেগেছে। এরপরও শুকরিয়া। কারণ ভালোভাবে আবার নগরে ফিরে আসতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ০৯, ২০১৯
টিএম/এসএ