সোমবার (২৪ জুন) সকালে বিভাগীয় ও জোনাল পর্যায়ে পৃথক দু’টি কমিটি গঠন করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (যান্ত্রিক) মাইনুল ইসলামকে প্রধান করে বিভাগীয় পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে। আর রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (সিএমই) মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যের জোনাল কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বাংলানিউজকে বলেন, গঠিত তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
তিনি বলেন, ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার কাজ চলছে। আশা করি, বিকেলের মধ্যেই ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২৩, ২০১৯
টিএম/আরবি/