ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা আবজাল হোসেন ও দুদকের লোগো

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ জুন) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ কমিশনের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় ২৮৫ কোটি টাকা পাচার ও ৩৪ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।

দুই মামলায় আবজালকে আসামি করা হলেও, তার স্ত্রী রুবিনা আসামি হয়েছেন একটি মামলার। তাদের বিরুদ্ধে প্রায় আট কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।