ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রিফাত হত্যার ঘটনায় আতঙ্কে নতুন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
রিফাত হত্যার ঘটনায় আতঙ্কে নতুন শিক্ষার্থীরা

বরগুনা: সম্প্রতি স্ত্রীর সামনে কুপিয়ে রিফাত শরীফ হত্যার ঘটনায় বরগুনা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

কলেজে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী স্বর্ণা, বুশরা, রিয়াদ, রাফিন, সাগর, মিরাজ, কাশেম বাংলানিউজকে বলেন, বরগুনার পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা কলেজে ক্লাস করতে আসবো না। এছাড়া কলেজ রোডে সবসময় পুলিশের টিম থাকা প্রয়োজন বলেও মনে করে তারা।

 

শুক্রবার (২৮ জুন) বরগুনা সদরঘাট জামে মসজিদের সামনে থেকে জুমার নামাজের পর মুসুল্লিরা রিফাত শরীফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করবেন বলে জানা গেছে।

বরগুনা জজ কোর্টের অ্যাডভোকেট আসলাম বাংলানিউজকে জানান, রিফাত হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার পেতে আইনজীবী হিসেবে তিনিও লড়তে চান।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।