ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রিফাত হত্যায় প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
রিফাত হত্যায় প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয় পুলিশের প্রেস ব্রিফিং। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনায় রিফাত হত্যার ঘটনায় সহযোগিতার আহ্বান জানিয়ে পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন বলেছেন, প্রশাসনের একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা প্রয়োজন। 

শুক্রবার (২৮ জুন) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।  

প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, আমরা রিফাত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করতে পেরেছি।

ফুটেজ দেখে সব আসামিদের চিহ্নিত করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।  

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রীর সামনে রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।