ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু শাহীনের মাথা ফাটিয়ে শেষ সম্বল কাড়লো দুর্বৃত্তরা

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
শিশু শাহীনের মাথা ফাটিয়ে শেষ সম্বল কাড়লো দুর্বৃত্তরা রক্তাক্ত শাহীন মোড়ল। ছবি:বাংলানিউজ

যশোর: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের কর্মজীবী একটি শিশুর নাম শাহীন মোড়ল (১৪)। শাহীনের বাবা হায়দার আলী খুবই দরিদ্র মানুষ। বসতভিটে ব্যাতীত কোনো জমিজমা নেই তাদের। সম্প্রতি এনজিও থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান কিনে ভাড়া চালিয়ে জীর্বিকা নির্বাহ করছিলেন হায়দার আলী ওই রোজগারের টাকায় চলে তাদের সংসার, ঋণের কিস্তি ও শাহীন এবং বড় বোনের পড়ালেখা।

অভাবের সংসার ও পারিবারিক অবস্থানের কারণে বেশ কয়েকমাস আগে থেকে পড়াশোনা বন্ধ করে ভ্যানের হ্যান্ডেল ধরেছে শাহীন। তবে একটি ভ্যান হওয়ায় বাবা-ছেলে দু’জনে শিফট মেনে ভাড়ায় বের হয়।

এমনিভাবেই শুক্রবার (২৮ জুন) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় শাহীন। পথে পথে ভাড়া চালাতে চালাতে দুপুরে ভদ্রবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত মিলে শাহীনের ভ্যান রিজার্ভ নিয়ে পার্শ্ববর্তী উপজেলা সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রওনা হয়। পথে ধানদিয়ায় রাস্তার দু'ধারে পাটক্ষেতের নির্জন স্থানে নিয়ে শাহীনের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে এ পরিবারের শেষ সম্বল ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে শাহীন, পরে জ্ঞান ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বাংলানিউজকে বলেন, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবেই কর্মজীবী শিশু শাহীনকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে কারা তার ভ্যান রিজার্ভ করে এনেছিলো এবং ভ্যান নিয়ে কোথায় পালালো তা উদ্ধারে পুলিশ কাজ করছে।

আহত শাহীনের গ্রাম মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহির রায়হান বাংলানিউজকে বলেন, ঘটনাটি অমানবিক। যারা এ ঘটনায় জড়িত তারা মানুষরূপী পশু না হলে এমন শিশুর মাথা ফাটিয়ে ভ্যান ছিনতাই করতে পারতো না।

এ ঘটনায় জড়িতদের আটকের দাবি জানিয়ে তিনি দাবি করে বলেন, সমাজের কোনো বিত্তশালী হৃদয়বান মানুষ যদি সহায়-সম্বল হারানো শাহীনদের সহযোগিতা করেন তারা অনেক উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।