ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুন ২৯, ২০১৯
ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস দুর্ঘটনার উদ্ধার কাজ চলায় ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৯ জুন) সকাল আটটা থেকে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ১০টার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিলো।

কিন্তু টানা বৃষ্টিতে খালের মধ্য পানি জমায় কাজ সম্পন্ন করতে আরো কয়েক ঘণ্টা লাগবে। এরপর ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এর আগে রোববার (২৩ জুন) দিনগত রাতে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া উপজেলার বরমচাল রেলস্টেশন ছেড়ে এসে মনছড়া রেল সেতুটি অতিক্রম করার সময় স্লিপারে লুজ কানেকশন থাকার কারণে চাকা সরে গিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে নিহত হন ট্রেনের ৪ যাত্রী। আহত হন অন্তত দুইশ’।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।