শনিবার (২৯ জুন) বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আহত কিশোর শাহীন যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলীর ছেলে।
এরআগে, শুক্রবার (২৮ জুন) বিকেলে যাত্রীবেশী কয়েকজন ছিনতাইকারী সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় যাওয়ার কথা বলে কিশোর শাহীনের ভ্যানে ওঠে। শাহীন তাদের নিয়ে ধানদিয়ার উদ্দেশে রওনা হয়। এরপর ধানদিয়া গ্রামের পথে ঢুকে একটি পাটক্ষেতের পাশে পৌঁছালে দুর্বৃত্তরা শাহীনের মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরে শাহীন কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় খবর দেয়।
আরও পড়ুন...শিশু শাহীনের মাথা ফাটিয়ে শেষ সম্বল কাড়লো দুর্বৃত্তরা
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে শাহীনকে উদ্ধার করে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিকেলে চিকিৎসকেরা ঢাকায় পাঠিয়েছে।
কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সদস্য জহির রায়হান বাংলানিউজকে বলেন, শাহীনদের বসতভিটে ছাড়া কোনো জমিজমা নেই। সম্প্রতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে সে ব্যাটারিচালিত একটি ভ্যান কেনে। বাবা-ছেলে দুই শিফটে ওই ভ্যানটি চালিয়ে সংসারের হাল ধরে রেখেছিলেন। জীবিকার সেই শেষ সম্বলটিও নিয়ে গেল দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
এনটি