ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পলাতক নয়নের মা, মরদেহ দাফনে বাধা এলাকাবাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, জুলাই ২, ২০১৯
পলাতক নয়নের মা, মরদেহ দাফনে বাধা এলাকাবাসীর নয়নের মরদেহ দাফনে এলাকাবাসীর বাধা। ছবি: বাংলানিউজ

বরগুনা: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন বন্ডের মরদেহ দাফন করতে দেয়নি তার আদিবাড়ি পটুয়াখালীর দশমিনা এলাকাবাসী। বরগুনা সরকারি কলেজের পিছনে নতুন বাড়ি করে থাকতেন মায়ের সঙ্গে। ঘটনার পর থেকে পলাতক তার মা। বাবা মারা গেছেন আগেই।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে হস্তান্তরের পর নয়নের মরদেহ নিয়ে বাড়িতে যাওয়ার সময় খবর আসে দশমিনায় নয়নকে দাফন করতে দেবে না এলাকাবাসী।

মরদেহ হস্তান্তরকারী বরগুনার থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন বাংলানিউজকে বলেন, নয়নের মরদেহ তার মামা মিজানুর রহমান গ্রহণ করেন।

পরে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী নেওয়া শুরু করলে সেখান থেকে খবর আসে খুনির মরদেহ সেখানে দাফন করতে দেবে না এলাকাবাসী। পরে মিজানুর নিজের বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে নয়নকে দাফন করার সিদ্ধান্ত নেন।  

প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে জেলা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

আরো পড়ুন>>​

** রিফাতের বাড়িতে বরগুনার এমপি 
** সব আসামির শাস্তি হলে শান্তি পাবো: রিফাতের বাবা 
** ‘বন্দুকযুদ্ধে’ নয়ন বন্ড নিহত, যা বললেন মিন্নি
** ‘বন্দুকযুদ্ধে’ এএসপিসহ ৪ জন আহত হয়েছেন: বরগুনার এসপি
** রিফাত হত্যা: প্রধান আসামি নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত
** নয়ন বন্ডের নামে যত অভিযোগ
** রিফাত হত্যায় প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়
** রিফাত হত্যার ঘটনায় আতঙ্কে নতুন শিক্ষার্থীরা
** ‘রনির মতো ৫ জন এগিয়ে এলে রিফাত বাঁচতো’
** রিফাত হত্যা: দুই জনের স্বীকারোক্তি, ৩ জন রিমান্ডে
** রিফাত হত্যা: ১১ ও ১২ নম্বর আসামি গ্রেফতার
** রিফাত হত্যা: সাগর গ্রেফতার, কনস্টেবল পদে চাকরি হচ্ছে না
** ‘প্রধান আসামিদের গ্রেফতারে গাফিলতি দেখলেই ব্যবস্থা’
** রিফাত হত্যা মামলায় তিনজনের রিমান্ড মঞ্জুর
** ‘হুমকি দিয়ে নয়ন আমার থেকে সই নিয়েছিলো’
** রিফাত হত্যা মামলা: আসামিদের ধরতে জেলাজুড়ে চেকপোস্ট
** স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
** সন্ত্রাসীদের সঙ্গে লড়েও স্বামীকে বাঁচাতে পারলেন না

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ০২, ২০১৯
এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।