শনিবার (১৩ জুলাই) সকালে উপজেলার সরকারি গোডাউন চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস পাঁচটি ইউনিয়নের ৩৩ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
‘সবার জন্য সমান অধিকার’ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জেলার ১০টি উপজেলার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এক টন করে জিআর চাল বরাদ্দ করেন।
এসময় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, ওসিএলএসডি সাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এমএস/এইচএডি