শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ সাউথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফরিদ ওই গ্রামের মৃত ছোমেদ হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিন ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে মেইন সুইস বন্ধ না করে ঘরের বিদ্যুৎ সংযোগের তার স্থানান্তর করার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফরিদ ও তার ছেলে আব্দুর রহমান।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এমএস/আরবি/