শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সখিপুর থানার তালিক্কাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাসফিয়া ও তাহমিদ তালিক্কাকান্দি গ্রামের ইব্রাহীম বেপারীর ছেলে-মেয়ে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বাংলানিউজকে জানান, দুপুরে তাসফিয়া ও তাহমিদ দাদীর সঙ্গে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায়। দাদী প্রথমে দুই ভাই-বোনকে গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু তারা বাড়ি না গিয়ে আবারো পুকুরে নেমে পড়ে।
কিছুক্ষণ পর বৃদ্ধা দাদী গোসল শেষে বাড়ি ফিরে তাসফিয়া ও তাহমিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই পুকুর থেকে দুই ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এনটি