ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নূপুর (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রাবণী (১৪) নামে অপর এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর মাথায় ২ নম্বর প্ল্যাটফর্মের ৪ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূপুর গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামের পরিতোষের মেয়ে।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, দুই স্কুলছাত্রী হাতে বই-খাতা নিয়ে রেললাইন দিয়ে হেঁটে অতিক্রম করার সময় বৃষ্টির কারণে তারা আবার পেছনের দিকে আসার চেষ্টা করে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘কর্ণফুলী এক্সপ্রেস’ ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই নূপুরের মৃত্যু হয়। এ ঘটনায় আহত শ্রবনীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দু’জনেরই বাড়ি গাজীপুরের কালিয়াকৈর গোয়ানী গ্রামে। তারা ওই গ্রামের এক স্কুলের দশম শ্রণির ছাত্রী। মরদেহ এখনও পুলিশ হেফাজতে রয়েছে বলেন জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।