শনিবার (১৩ জুলাই) হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ভাঙনের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাস্তাটি ভাঙলেও যান চলাচল অব্যাহত আছে। রোববার (১৪ জুলাই) সকাল থেকেই সেখানে মেরামত কাজ শুরু হবে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে বলেন, সরেজমিনে পরিদর্শনের পর লাল নিশান দিয়ে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার যদি সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে উদ্যোগ না নেয়, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
জিপি