ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

বর্ষণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ভাঙন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
বর্ষণে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ভাঙন

হবিগঞ্জ: হবিগঞ্জে কয়েকদিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে পড়ছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক। চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে রামগঙ্গা চা বাগান এলাকায় এ ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় দুর্ঘটনার এবং যান চলাচল বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১৩ জুলাই) হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম ভাঙনের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাস্তাটি ভাঙলেও যান চলাচল অব্যাহত আছে। রোববার (১৪ জুলাই) সকাল থেকেই সেখানে মেরামত কাজ শুরু হবে।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল বাংলানিউজকে বলেন, সরেজমিনে পরিদর্শনের পর লাল নিশান দিয়ে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার যদি সড়ক ও জনপথ বিভাগ এ ব্যাপারে উদ্যোগ না নেয়, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।