শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা হাশিম উপজেলার সাজনপুর গ্রামের আব্দুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে হাওর থেকে গরু আনতে যান কৃষক কালা হাশিম। পরে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা একটি গরুও মারা যায়।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি