ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে কালা হাশিম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় একটি গরুও মারা গেছে। 

শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সাজনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালা হাশিম উপজেলার সাজনপুর গ্রামের আব্দুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে হাওর থেকে গরু আনতে যান কৃষক কালা হাশিম। পরে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা একটি গরুও মারা যায়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।