ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

খুলনায় বজ্রপাতে জেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
খুলনায় বজ্রপাতে জেলের মৃত্যু

খুলনা: খুলনার রূপসা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মদন বিশ্বাস (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় কার্তিক বিশ্বাস (৩৫) নামে অপর এক জেলে গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে রূপসা নদীর মাথাভাঙ্গা এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়নের গাওঘরা গ্রামে।

মদনের প্রতিবেশী প্রদীপ বাংলানিউজকে বলেন, রূপসা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে মদন ও কার্তিক আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মদনকে মৃত ঘোষণা করেন। আর কার্তিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।