শনিবার (১৩ জুলাই) রাত ১০টার দিকে রূপসা নদীর মাথাভাঙ্গা এলাকায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার সরাফপুর ইউনিয়নের গাওঘরা গ্রামে।
মদনের প্রতিবেশী প্রদীপ বাংলানিউজকে বলেন, রূপসা নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে মদন ও কার্তিক আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মদনকে মৃত ঘোষণা করেন। আর কার্তিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমআরএম/জিপি