শনিবার (১৩ জুলাই) সারাদিন এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
রোববার (১৪ জুলাই) সকালে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার পোড়াকান্দুলিয়া ও গামারীতলা ইউনিয়নের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং দক্ষিণ গামারীতলা এলাকার ২ শ' বন্যা দুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিকুজ্জামান প্রমুখ।
এ কে এম গালিভ খাঁন জানান, ধোবাউড়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০ হাজার টাকা ও ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এমএএএম/আরআইএস/