জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরে ড. শিরীন শারমিন নিউইয়র্কে জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরামের (এইচএলপিএফ) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে এইচএলপিএফ-এ অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্ক সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্বর (জিপিইডিসি)’ সিনিয়র-লেভেল মিটিং (এসএলএম)-এ অংশ নেন।
প্রথমবারের মতো আয়োজিত জিপিইডিসি’র সিনিয়র লেভেল মিটিংয়ে ফোরামটির কো-চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৪ সালের ৮ অক্টোবর সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপারসন নির্বাচিত হন এবং ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
এসকে/জেডএস