সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এ স্মারক সই হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত এবং ইউএসএইড এর চিফ অব পার্টি চার্লস জাকোসা স্ব স্ব পক্ষে এমওইউতে সই করেন।
শুভেচ্ছা বক্তব্যে এ উদ্যোগকে প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, দেশ-বিদেশের বহু সংখ্যক প্রতিষ্ঠানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের এমওইউ সই হয়েছে। সেসব স্মারক অনুযায়ী কাজও চলছে। ইউএসএইড এর সঙ্গে আইনগত সহায়তা নিয়ে আজ যে স্মারক সই হলো, এর ফলে আইনের শিক্ষার্থীরা উপকৃত হবেন। শিক্ষার্থীরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের আইনগত অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি ও নিজেদেরকে সংশ্লিষ্ট বিষয়ে সমৃদ্ধ করতে পারবেন।
তিনি আরও বলেন, ইউএসএইড এবং সরকারের আইন মন্ত্রণালয়ের লিগ্যাল এইড সংস্থা বঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষদের আইনগত অধিকার পেতে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার যে কার্যক্রম পরিচালনা করছে, সেটি একটি ভালো উদ্যোগ। তবে গ্রামের মানুষেরা এ বিষয়ে এখনও তেমন অবগত নন। গ্রামের মানুষদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের আইনগত সহায়তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা আরও জোরদার করতে পারলে সামাজিক বিরোধ, হানাহানি ও দ্বন্দ্ব কমে যাবে। আর এর মাধ্যমেই সমাজে শান্তি ও স্বস্তি প্রতিষ্ঠিত হবে।
উপাচার্য বর্তমান সরকারের এই কার্যক্রমের আওতায় সহায়তা দেওয়ার জন্য ইউএসএইডকে ধন্যবাদ জানান। এমওইউ সই অনুষ্ঠানে ইউএসএইড এর প্রমোটিং পিস অ্যান্ড জাস্টিস (পিপিজে) অ্যাক্টিভিটি বিষয়ক চিফ অব পার্টি চার্লস জাকোসা এবং বর্তমান সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল লিগ্যাল এইডস সার্ভিস সংশ্লিষ্ট সংস্থা- এনএলএএসও এর পরিচালক (সিনিয়র জেলা জজ) মো. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় এনএলএএসও এর সহকারী পরিচালক (সিনিয়র সহকারী জজ) কাজী ইয়াসিন হাবীব, ইউএসএইড বাংলাদেশের টিম লিডার হাবিবা আক্তার, ইউএসএইড এর ডেপুটি চিপ অব পার্টি নন্দ লাল সূত্রধরর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. ওয়ালিউল হাসানাত।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এমআরএম/এসএ