রোববার (১৪ জুলাই) সকাল থেকে সোমবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
১১ জনের মধ্যে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতাররা হলেন- ঘিওর উপজেলার ইনছার মিয়ার ছেলে তুহিন মিয়া (৩৬), আওলাদ হোসেনের ছেলে সাগর হোসেন বাবু (২৩), রাজশাহীর বারশত দিয়াড় এলাকার আলী হোসেনের ছেলে খালেদুর রহমান (২৬)।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় তিন মাদকসেবী ও বিক্রেতা এবং পরোয়ানাভুক্তসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ছয় জন এবং সিআর পরোয়ানাভুক্ত দুই জন আসামি রয়েছেন।
আটক মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এএসপি হামিদুর।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এসআরএস