সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত তৈহিদুলের সহকর্মী রাজ্জাক জানান, তারা ধানমন্ডির-১ নম্বর রোডে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করেন। তৈহিদুল রাজমিস্ত্রির হেলপার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। থাকেন ওই ভবনেরই ১০তলায়। সকালে ওই ভবনের যে রুমে থাকেন, তার ভেতরে বৈদ্যুতিক বাতি না জ্বললে তিনি মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৯
এজেডএস/আরবি/