মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এ আদেশ দেন। গ্রেফতার নিউ নাইন স্টারের ১১ সদস্যের মধ্যে নয়জন কিশোর, বাকি দুইজন প্রাপ্ত বয়স্ক।
এর আগে সোমবার (১৫ জুলাই) বাউনিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের কিছু সদস্য অপরাধ কর্মকাণ্ডের জন্য অবস্থান করছে- এমন গোপন সংবাদ পেয়ে অভিযানে নেমে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে দু’টি শটগান, চার রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- হাবিবুর রহমান দাড়িয়া (৩০), নজরুল ইসলাম (২৭), ফয়সাল আহম্মেদ (১৭), রমজান আলী (১৭), বাবু মিয়া (১৭), রাকিবুল হাসান (১৬), সাগর হোসেন (১৬), শাহীন হাওলাদার (১৫), তুহিন ইসলাম (১৫), মাহমুদ হীরা (১৫) ও রনি ইসলাম (১৫)।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমএআর/টিএ