মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
কর্মসূচিটির উদ্বোধন করে মেয়র আতিক বলেন, বৃক্ষরোপণ বড় একটি ব্যাপার।
তিনি বলেন, গাছের চারা রোপণ করে প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি নেত্রসেন বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সভাপতি ধর্ম মিত্র মহাতেরো, সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দ প্রিয়, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-ইয়ুথ সভাপতি কাজল বড়ুয়া, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া প্রমুখ।
এসময় বৌদ্ধ নেতারা জানান, এ বছর সারাদেশের প্রায় দুই হাজার ৬০০ বৌদ্ধবিহারে ৩০ হাজার গাছ লাগানো হবে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
টিএম/টিএ