মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের উত্তর কুমারীয়াবাড়ী গ্রামের যমুনা নদীর খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। কবির ওই গ্রামের বাসিন্দা।
মনসুরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমোহর বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশের যমুনা নদীর ধারে খালে পাট জাগ দিচ্ছিলেন কবির। এসময় নদীর প্রচণ্ড স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর দুপুরের দিকে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেলার সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমআরএ/এসআরএস