মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের নিগড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
ছাতারদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আলতাব হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের করছিলেন রায়হান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমআরএ/আরবি/