মঙ্গলবার (১৬) সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরে এ দুর্ঘটনা ঘটে। বিমল দীঘিনালার সদর ইউনিয়নের বৈদ্দ আদাম এলাকার কাইল্লা চাকমার ছেলে।
জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিমল। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৩৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এডি/আরবি/