বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী থেকে সবাইকে জানিয়েছি, আমরা প্রস্তুত আছি।
ডিসি সম্মেলন প্রসঙ্গে জেনারেল আজিজ আহমেদ বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে নিজেদের মধ্যে সুসম্পর্ক কীভাবে আরও ভালো করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
জিসিজি/একে