বুধবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এ সময় তার স্বজন ও সহকর্মীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।
এর আগে সকাল ১১টায় মির্জাগঞ্জ সুবিদখালী ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনসে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে কিবরিয়ার প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে গার্ড অফ অনার দেওয়া হয়। সকাল ১০টা ১০মিনিটে অ্যাম্বুলেন্স যোগে মির্জাগঞ্জের সুবিদখালী নিজ বাড়িতে পৌঁছায় গোলাম কিবরিয়ার মরদেহ।
মঙ্গলবার (১৫ জুলাই) আসরের পর ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ শিরু মিয়া মিলনায়তনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৪ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমানে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্নকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্বরত অবস্থায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়াকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। পরে মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এএটি