বুধবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন বাংলানিউজকে বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে সাইনবোর্ড ও কুনিয়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আ. সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহিদ ও আনসার সদস্যরা।
মো. আ. সালাম সরকার বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে কারখানা দু’টি এলাকার বায়ু দূষণ করে আসছিল। কারখানা দু’টিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের দূষণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
আরএস/একে