বুধবার (১৭ জুলাই) দুপুরে ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা ওই ইউনিয়নের নাগপুর গ্রামের ওমর আলীর ছেলে ও শাহ্জাহান একই গ্রামের আবুল কাশেমের ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে ওই দুই শ্রমিক শান্তিপুর গ্রামের হাফিজ উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। পরে সেখানে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহটি দুইটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এনটি