বুধবার (১৭ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত রাজিব লৌহজং উপজেলার শামুড়বাড়ি গ্রামের নুরু তালুকদারের ছেলে।
মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট লাবলু মোল্লা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের আগস্ট মাসের ৮ তারিখে এক স্কুলছাত্রীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন রাজিব তালুকদার। এরপর পাঁচ দিনের মাথায় ওই ছাত্রীর বাবা মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন।
বাদী পক্ষের আইনজীবী এস.আর মিলন বাংলানিউজকে জানান, এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনা শেষে আদালত রাজিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমআরএ/এনটি