বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ হাওলাদার পশ্চিম পুটিয়াখালী এলাকার বাসিন্দা ছিলেন।
নিহতের স্ত্রী আয়শা বেগম বলেন, সকালে তার স্বামী সবুজ নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি তোলার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এমএস/এইচএডি