বুধবার (১৭ জুলাই) বিকেলের দিকে ঢামেক হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মনীষা ব্যানার্জি জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে সবুজবাগ থানা পুলিশ সদ্যজাত নবজাতককে আমাদের ওয়ার্ডে ভর্তি করে। সঙ্গে সঙ্গে তাকে ‘নবজাতক আইসিইউতে’ রাখা হয়েছে।
শিশুটির রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে, তাকে এরইমধ্যে নল দিয়ে খাওয়ানো শুরু হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে তার স্বাস্থ্যের শারীরিক অবস্থা কি? তবে আমরা শিশুটির চিকিৎসার ব্যাপারে সজাগ রয়েছি বলেও জানান প্রফেসর ডা. মনীষা ব্যানার্জি।
এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন জানান, গতরাত সাড়ে ১০টার দিকে সবুজবাগ মায়াকানন এলাকার একটি বাসার সামনের রাস্তা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
কে বা কারা নবজাতকটিকে রাস্তায় ফেলে গেছে, তা অনুসন্ধান করে পুলিশ বের করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এজেডএস/জেডএস