ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীর প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
ফেনীর প্রবীণ সাংবাদিক খলিলুর রহমান আর নেই

ফেনী: ফেনীর প্রবীণ সাংবাদিক ‘সাপ্তাহিক স্বদেশ কন্ঠ’ পত্রিকার সম্পাদক খলিলুর রহমান বুধবার (১৭ জুলাই) ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি.....রাজিউন)

এদিন সকালে শহরের মিজান রোড়ের ফজল মাস্টার লেনে অবস্থিত বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর বাদ জোহর শহরের মিজান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন ফেনী জেলা আন্দোলনের অন্যতম নেতা খলিলুর রহমান। তিনি ফেনী উন্নয়ন ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।