বুধবার (১৭ জুলাই) দুপুরে পাটুয়াটুলীর সুমনা হাসপাতালের পাশে ছয় নম্বর লেনে শতবর্ষের পুরোনো ওই ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেক পুরোনো এই ভবনটি একরকম পরিত্যক্তই ছিল। তবে কয়েকজন সেখানে থাকতেন বলে জানা গেছে। ধসে পড়া অংশে কেউ আটকে পড়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
পিএম/এসএ