বুধবার (১৭ জুলাই) দুপুরে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুক আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের পুলিশ সুপারের হাতে এ সন্মননা তুলে দেন। এর আগে একইভাবে নভেম্বর (২০১৮), জানুয়ারি, মার্চ, এপ্রিল (২০১৯) মাসেও কৃতিত্বের জন্য এবিএম মাসুদ হোসেন এ সম্মাননা পান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কার্যালের অন্যান্য পুলিশ কর্মকর্তা ও রেঞ্জের সব পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসবি/টিএ