জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফেনীতে বুধবার (১৭ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা মৎস্য অধিদপ্তরের মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
মতবিনিময় সভার প্রধান অতিথি ড. শাহ বলেন, বাংলাদেশের উন্মুক্ত জলাশয়ে আশঙ্কাজনক হারে মাছ কমে যাচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনীর প্রবীণ সাংবাদিক আবু তাহের, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, মৎস্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন জানান, সারাদেশের মতো ফেনীতেও সাত দিনব্যাপী (১৭-২৩ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে।
এ উপলক্ষে সড়কে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, সমাবেশ, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন স্কুল-কলেজ মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা ও ভিডিও প্রদর্শন, জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন পুরস্কার বিতরণ ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৯
এসএইচডি/এইচএ/